প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আসসালামু আলাইকুম, দেখতে দেখতে কেজিসি-৯৬ ফ্রেণ্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ২০২৫ সনের বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়ে গেল। বরাবরের মতো এবারেও অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তবে এই কাজটি এবার গুগল ফরমে ডেভেলপ করা হয়েছে। ফাইল আপলোড সুবিধা থাকার কারণে সেটি এই ওয়েব সাইটে সরাসরি Embed করা যাচ্ছেনা বিধায় আমরা দুঃখিত। তাই প্রথমে নিয়মসহ ফরমের ইমেইজ দেওয়া হলো। প্রথমে ফরমটি ভালভাবে দেখ ও আর সব নিচে দেওয়া গুগল ফরমের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমটি করে ফেল। উল্লেখ্য যে, ফরমটি পূরণ করতে তোমাদের গুগল/জিমেইল একাউন্টে সাইন ইন থাকতে হবে।
এছাড়া প্রতিটি প্রতিষ্ঠান প্রধানের নিকট একটি পত্র পাঠানো হয়েছে- পত্র দেখতে ও ডাউনলোড করতে চাইলে এইখানে ক্লিক করুন
ফরমটি পুরণ করতে এই লিংকে https://forms.gle/d71Jwiwnj1yMeWjh6 ক্লিক করুন বা টাচ করুন